আস্সালামুওয়ালাইকুম। 
বআগেই বলে রাখি আমি প্রযুক্তি বিষয়ে খুব বেশি পারদর্শি নই । যদি কোন 
ভুল ভ্রান্তি হয় তাহলে আশাকরি ক্ষমার দৃষ্টিতে  দেখবেন।ছোট্ট একটা টিপস 
।আমার মতো যারা কম জানেন তাদের জন্য আমার এই টিউন।আর কথা না বাড়িয়ে কাজের 
কথায় আসা যাক।আমরা কয়েকটি ধাপে কিভাবে কম্পিউটারের গতি বাড়ান যায় তা শিখবো
ধাপ---১
১.আপনার desktop>start menu>run যান recent লিখে ok করুন। যে ফাইলগুলো আসবে delete করে দিন।
২.আবার একইভাবে run এ গিয়ে %temp% লিখে ok করুন । যে ফাইলগুলো আসবে তা delete করে দিন।
৩.একইভাবে run এ গিয়ে prefetch লিখে ok করুন ।যে ফাইলগুলে আসবে তা delete করুন।
৪.এবার সবশেষে run এ tree লিখে যতবার ইচ্ছে ok করুন তাহলে আপনার pc refresh হবে।
ধাপ---২
১.my computer এর c-drive ঢুকে আপনার কাঙ্খিত folder এর উপর mouse এর right button click করে properties click করুন ।এর পরের window টি আসলে disk cleanup এ click করুন।একটু অপেক্ষা করুন।পরে আর একটি window আসবে।এবার file to delete এর নিচে সবগুলো file এ টিক চিহ্ন দিন এবং ok করে delete file এ ok করুন ।
এছাড়া আপনি আপনার pc তে software কম install দিবেন এবং আপনার pc নিয়মিত refresh করবেন ।
আজ এ পর্যন্ত্ ।আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন তবে বাকিটুকু লিখবো ।সবাই ভাল থাকবেন।
ধাপ---১
১.আপনার desktop>start menu>run যান recent লিখে ok করুন। যে ফাইলগুলো আসবে delete করে দিন।
২.আবার একইভাবে run এ গিয়ে %temp% লিখে ok করুন । যে ফাইলগুলো আসবে তা delete করে দিন।
৩.একইভাবে run এ গিয়ে prefetch লিখে ok করুন ।যে ফাইলগুলে আসবে তা delete করুন।
৪.এবার সবশেষে run এ tree লিখে যতবার ইচ্ছে ok করুন তাহলে আপনার pc refresh হবে।
ধাপ---২
১.my computer এর c-drive ঢুকে আপনার কাঙ্খিত folder এর উপর mouse এর right button click করে properties click করুন ।এর পরের window টি আসলে disk cleanup এ click করুন।একটু অপেক্ষা করুন।পরে আর একটি window আসবে।এবার file to delete এর নিচে সবগুলো file এ টিক চিহ্ন দিন এবং ok করে delete file এ ok করুন ।
এছাড়া আপনি আপনার pc তে software কম install দিবেন এবং আপনার pc নিয়মিত refresh করবেন ।
আজ এ পর্যন্ত্ ।আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন তবে বাকিটুকু লিখবো ।সবাই ভাল থাকবেন।
No comments :
Post a Comment
আশা করি আমাদের লেখা গুলি পড়ে আপনাদের ভালো লাগবে।আমাদের সাইটের ভুলত্রুটি ধরিয়ে দিবেন।আমাদের কে বেশি বেশি মন্তব্য করুন।আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের নিকট অনেক গুরুত্বপূর্ণ।আশা করি সাথেই থাকবেন।মন্তব্য করার জন্য ধন্যবাদ