Sunday, February 24, 2013

0 ওয়েব সাইটে আইকন যুক্ত করুন

আমরা ওয়েবসাইট ব্রাউজ করতে গেলে অনেক সময়ে দেখি এড্রেসবারের প্রথমে আইকন দেখা যায়। আপনি চাইলে আপনার ওয়েব সাইটেও এমন আইকন যুক্ত করতে পারেন। এজন্য একটি আইকন তৈরী করুন এবং favicon নামে সেভ করুন। এবার আপনার কম্পিউটারে থাকা ওয়েব পেজের ফোল্ডারে img নামে একটি ফোল্ডার তৈরী করুন এবং favicon.ico ফাইলটি img ফোল্ডারে রাখুন। এখন index ফাইলটি খুলে হেড ট্যাগে
(use the sign first<) link rel=”icon” type=”image/x-icon” href=”img/favicon.ico” mce_href=”img/favicon.ico (>use the sign last) লিখে সেভ করুন এবং নতুন করে ফোল্ডার, ইমেজ এবং ইনডেক্স ফাইলটি আপলোড করুন। এবার আপনার ওয়েব সাইট ব্রাউজ করে দেখুন এড্রেসবারের প্রথমে আইকন দেখা যাবে।

No comments :

Post a Comment

আশা করি আমাদের লেখা গুলি পড়ে আপনাদের ভালো লাগবে।আমাদের সাইটের ভুলত্রুটি ধরিয়ে দিবেন।আমাদের কে বেশি বেশি মন্তব্য করুন।আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের নিকট অনেক গুরুত্বপূর্ণ।আশা করি সাথেই থাকবেন।মন্তব্য করার জন্য ধন্যবাদ