Sunday, March 10, 2013

এবার চালু হলো সামাজিক যোগাযোগ সাইট ‘বেশতো’

বাংলাদেশে যাত্রা শুরু করল নতুন সামাজিক যোগাযোগ সাইট ‘বেশতো’। গত বৃহস্পতিবার বেসিস অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই সেবার উদ্বোধন করা হয়।


সংবাদ সম্মেলনে বেশতো সম্পর্কে মূল বক্তব্য উপস্থাপন করেন বেশতোর টিম লিডার (সোশ্যাল ইনফরমেশন সার্ভিস) আবুল হাসানাত মুস্তফা। তিনি বলেন, বেশতো একটি সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্ম www.beshto.com যার মধ্যে এখন আছে দু’টি সেবা : ‘মাইক্রো-ব্লগ’ ও ‘বেশতো প্রশ্ন’! বাংলাদেশীদের কথা মাথায় রেখেই সেবা দু’টি সাজানো হয়েছে। তবে বর্তমান সেবাগুলো আরো
ভালো করার সাথে সাথে ভবিষ্যতে আরো অনেক মজার ও প্রয়োজনীয় সেবা শুরু হবে বলেও জানান তিনি। যেমন- মোবাইল বেশতো, সার্চ (খোঁজা), কেনাকাটা, বিনোদন ইত্যাদি। বাংলা ভাষায় ইন্টারনেটকে  দেশের সবাইকে আরো উপযোগী করাই বেশতোর উদ্দেশ্য।
এছাড়া ‘বেশতো লাইভ’ দিচ্ছে মাইক্রো-ব্লগিংয়ের সুবিধা যার মাধ্যমে বাংলাদেশীরা একে অপরের সাথে তাদের মতামত এবং বিভিন্ন তথ্য বিনিময় করেন। ‘যেখানে ফেসবুকে শুধু বন্ধুদের মধ্যে কথা ও ছবি বিনিময় করা যায়, সেখানে বেশতোতে বিভিন্ন কথা ও ছবি সবার মাঝে মুক্ত করা যায়। আমাদের বিশ্বাস বাংলাদেশের সবাইকে একাত্ম করতে বেশতো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’
‘বেশতো প্রশ্ন’ এমন একটি সেবা, যেখানে আপনার দরকারি প্রশ্নের উত্তর খুঁজতে পারেন অথবা নতুন প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন। প্রশ্নগুলো সাজানো আছে বিভিন্ন টপিক অনুসারে; যেমন- ক্যারিয়ার, শিা, রাজনীতি, ভ্রমণ, মিউজিক, খাওয়া-দাওয়া ইত্যাদি। যেকোনো বেশতো ব্যবহারকারী এসব প্রশ্নের উত্তর দিতে পারেন। ভালো প্রশ্ন বা উত্তরকে সবাই ভোট দিতে পারেন। সেই সাথে রয়েছে পয়েন্টের ব্যবস্থা, যা দিয়ে আপনি ‘গুরু’ বা ‘জ্ঞানী’ টাইটেল পেতে পারেন। ‘একজন বেশতো ব্যবহারকারী যদি কোনো প্রশ্নের উত্তর জানতে চান অথবা পছন্দের কোনো উত্তর সবাইকে দেখাতে চান, তাহলে তিনি মাইক্রো-ব্লগ ব্যবহার করতে পারেন’।
বেশতোর প্রতিষ্ঠাতা পরিচালক বেসিস সভাপতি ফাহিম মাশরুর বলেন, ‘আমরা বেশতো শুরু করেছিলাম একটি বিশ্বাস নিয়ে! আমরা জানতাম বেশতো তখনই মানুষের কাছে পৌঁছবে, যখন বেশতোতে থাকবে আমাদের কাছের মানুষ। চীন, ভিয়েতনাম, কোরিয়া ও রাশিয়াÑ সবারই নিজেদের শক্তিশালী ইন্টারনেট-ভিত্তিক সামাজিক সেবা আছে, যা তাদের দেশের মানুষের চাহিদা তাদের নিজস্ব ভাষায় সফলতার সাথেই পূরণ করে আসছে। বাংলাদেশে বেশতোর উদ্দেশ্য ঠিক এটাই।’