Monday, March 18, 2013

0 বাংলাদেশে ফ্রিল্যান্সিংকে এগিয়ে নিতে যৌথভাবে কাজ করবে ইল্যান্স ও ডেভসটিম ইনস্টিটিউট।

   
                                                                                                                   

বাংলাদেশে ফ্রিল্যান্সিংকে এগিয়ে নিতে যৌথভাবে কাজ করবে অনলাইন মার্কেট প্লেস ইল্যান্স ও দেশের শীর্ষ ওয়েব ক্যারিয়ার প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান   এই লক্ষ্যে গত মঙ্গলবার বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) সম্মেলন কক্ষে ইল্যান্স ও ডেভসটিম ইনস্টিটিউটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ইল্যান্স বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সাঈদুর মামুন খান এবং ডেভসটিম লিমিটেডের প্রধান নির্বাহী আল-আমিন কবির নিজ নিজ প্রতিষ্ঠানের পে এ সমঝোতা স্বার করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ওপেনসোর্স নেটওয়ার্ক
(বিডিওএসএন) সাধারণ স¤পাদক মুনির হাসান। বিশেষ অতিথি ছিলেন বেসিস সভাপতি ফাহিম মাশরুর এবং বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ) প্রেসিডেন্ট মুহম্মদ খান। অনুষ্ঠানের প্রধান অতিথি মুনির হাসান বলেন, আমাদের ফ্রিল্যান্সারদের মধ্যে যারা এখনো কাজ করতে পারছেন না বা ভালো করতে পারছেন না তাদের মানোন্নয়ন করা দরকার। যাতে আমরা ফ্রিল্যান্সিংকে নতুন মাত্রায় নিয়ে যেতে পারি। এ জন্য মার্কেট প্লেসগুলোকে যেমন এগিয়ে আসতে হবে, তেমনি এগিয়ে আসতে হবে স্থানীয় প্রতিষ্ঠানগুলোকেও। সাঈদুর মামুন খান বলেন, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোর অগ্রদূত হিসেবে পরিচিত ইল্যান্স (www.elance.com) প্রথমবারের মতো বাংলাদেশে অবস্থিত কোনো প্রতিষ্ঠানের সাথে আনুষ্ঠানিকভাবে কাজের যাত্রা করল। গত ডিসেম্বর থেকে বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করা ইল্যান্স এখন থেকে দেশের ফ্রিল্যান্সারদের ডেভেলপমেন্টের জন্য যৌথভাবে ডেভসটিম ইনস্টিটিউটের সাথে কাজ করবে।

No comments :

Post a Comment

আশা করি আমাদের লেখা গুলি পড়ে আপনাদের ভালো লাগবে।আমাদের সাইটের ভুলত্রুটি ধরিয়ে দিবেন।আমাদের কে বেশি বেশি মন্তব্য করুন।আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের নিকট অনেক গুরুত্বপূর্ণ।আশা করি সাথেই থাকবেন।মন্তব্য করার জন্য ধন্যবাদ