বিশ্বের শীর্ষ মাইক্রোব্লগিং সাইট টুইটার চলতি মাসের শেষ দিকে মিউজিক সেবা চালু করতে যাচ্ছে। প্রথমে আইওএস যন্ত্রগুলোর জন্য এ অ্যাপ ও সেবা চালু করা হবে। অ্যাপটির মাধ্যমে যেকোনো শিল্পীকে অনুসরণ করলে আইটিউনস স্টোরে থাকা ওই শিল্পীর আগের সব গান এবং সাউন্ডকাউড জীবনী দেখা যাবে। এর মাধ্যমে গ্রাহকেরা তাদের পছন্দের শিল্পীর খোঁজ রাখার পাশাপাশি তাদের গান
শুনতে পাবেন। সেই সাথে বন্ধুবান্ধবকেও এসব শিল্পীর খোঁজখবর রাখা কিংবা তাদের গান শোনার পরামর্শ দিতে পারবেন। আবার বন্ধুদের দেয়া ব্যক্তিগত সুপারিশও অনুসরণ করতে পারবেন গ্রাহকেরা। এক মাস ধরেই টুইটারের হ্যাশট্যাগ পদ্ধতি ব্যবহার করে গান চালানোর বিষয়টি পরীা করে দেখছেন উই আর হান্টেডের কর্মীরা। পরীামূলক অ্যাপটিতে সংপ্তি সময়ের জন্য গান খোঁজা, সাজেশনস ও পপুলারের মতো লিংক এবং অব্যাহতভাবে উদীয়মান শিল্পীদের নাম যোগ করা হচ্ছে।
No comments :
Post a Comment
আশা করি আমাদের লেখা গুলি পড়ে আপনাদের ভালো লাগবে।আমাদের সাইটের ভুলত্রুটি ধরিয়ে দিবেন।আমাদের কে বেশি বেশি মন্তব্য করুন।আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের নিকট অনেক গুরুত্বপূর্ণ।আশা করি সাথেই থাকবেন।মন্তব্য করার জন্য ধন্যবাদ