Saturday, March 23, 2013

0 ২০ কোটি গ্রাহকের মাইক্রোব্লগিং সাইট টুইটার সাত বছরে পদার্পণ করেছে।


সাত বছর পার করলেও এ প্রতিষ্ঠানটির অনেক তথ্যই এখনো আমাদের অজানা। ২০০৬ সালের দিকে অডিও নামে একটি প্রতিষ্ঠান গ্রাহকদের ব্যক্তিগত অডিও
প্রকাশ করতে সাহায্য করত। কিন্তু প্রবৃদ্ধি ও বিনিয়োগকারীর অভাবে তারা ব্যবসায়ের কৌশল বদলে হ্যাকিং প্রতিযোগিতার আয়োজন করে। সান ফ্রান্সিসকোর সাউথ পার্কের খেলার মাঠে উদ্ভাবনী প্রতিযোগিতার মধ্য দিয়ে টুইটারের জন্ম হয়। টুইটারের প্রতিষ্ঠাতা সদস্য ডম সাগোলা জানান, ২০০৬ সালের ২১ মার্চ টুইটারের সহপ্রতিষ্ঠাতা ডরসি প্রথম টুইট করেন। তার টুইটটি এখন পর্যন্ত ৮ হাজার ৯০০ বারের বেশি রিটুইট হয়েছে। টুইটারের শুরুতে সবার টুইটগুলো স্বয়ংক্রিয়ভাবে হালনাগাদ হতো। প্রতিষ্ঠাতা সদস্য জ্যাক ডরসির সরল ধারণা থেকেই আজকের এ শতকোটি ডলারের প্রতিষ্ঠানটির সৃষ্টি। বর্তমানে টুইটারে সবচেয়ে বেশি অনুসারী রয়েছে কানাডিয়ান পপ তারকা জাস্টিন বিবারের। তার অনুসারীর সংখ্যা তিন কোটি ৬০ লাখের বেশি। অন্য দিকে একটি সামাজিক যোগাযোগ ব্যবস্থাপনা কোম্পানি হটসুট ১১ লাখের বেশি গ্রাহককে অনুসরণ করে থাকে। সবচেয়ে বেশি টুইট করেছেন এক জাপানি মেয়ে। তার টুইটের সংখ্যা তিন কোটি ৬৪ লাখ দুই হাজার ২৬২টি। টুইটারে সবচেয়ে বেশি অনুসরণ করা হয় ইউটিউব ব্র্যান্ডটিকে। এর অনুসারীর সংখ্যা প্রায় দুই কোটি ৫০ লাখ। টুইটার ৪৭ হাজার ৮১৫ জনকে প্রকৃত গ্রাহক হিসেবে চিহ্নিত করেছে। তবে এর মধ্যে টুইটারের সিইও ডিক কস্টোলসের নাম নেই। টুইটারের লোগোতে যে পাখিটি দেখা যায় তার আনুষ্ঠানিক নাম ল্যারি। টুইটারের সহপ্রতিষ্ঠাতা বিজ স্টোন তার প্রিয় বাস্কেটবল খেলোয়াড় ল্যারি বার্ডের নামানুসারে এ পাখিটির নামকরণ করেছিলেন। তথ্য প্রকাশের মাধ্যম হিসাবে টুইটারের জনপ্রিয়তা শীর্ষে রয়েছে

No comments :

Post a Comment

আশা করি আমাদের লেখা গুলি পড়ে আপনাদের ভালো লাগবে।আমাদের সাইটের ভুলত্রুটি ধরিয়ে দিবেন।আমাদের কে বেশি বেশি মন্তব্য করুন।আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের নিকট অনেক গুরুত্বপূর্ণ।আশা করি সাথেই থাকবেন।মন্তব্য করার জন্য ধন্যবাদ