Saturday, March 23, 2013

0 উইন্ডোজ অপারেটিং সিস্টেমে রান এর নির্দেশনা।।


এই নির্দেশে (কমান্ড) দিয়ে সরাসরি কোনো কাজ করা যায় বা কোনো প্রোগ্রাম চালু করা যায়। এমন কিছু নির্দেশনা নিচে দেওয়া হলো।
OSK পর্দার (অন স্ক্রিন) কি-বোর্ড খুলবে।
fonts লেখার ফন্ট দেখা যাবে।
chkdsk ডিস্ক ব্যবস্থাপনার জন্য।

taskmgr টাস্ক ম্যানেজার খুলবে।
regedit রেজিস্ট্রি এডিটর খুলবে।
calc ক্যালকুলেটর খুলবে।
firefox ফায়ারফক্স চালু হবে।
photoshop ফটোশপ খুলবে।
cmd কমান্ড প্রমট খুলবে।
notepad নোটপ্যাড খুলবে।
dfrg.msc ডিস্ক ডিফ্রাগমেন্টর চালু হবে।
dxdiag কম্পিউটারের সব তথ্য দেখা যাবে।
cleanmgr কম্পিউটার ডিস্ক পরিষ্কারের জন্য।
control mouse মাউস নিয়ন্ত্রণের জন্য।
control keyboard কি-বোর্ড নিয়ন্ত্রণের কাজে।
control printers প্রিন্টারকে নিয়ন্ত্রণ করা যাবে।
control folders ফোল্ডার সেটিংস ব্যবস্থাপনার জন্য।
diskmgmt.msc হার্ডডিস্কের জায়গা ব্যবস্থাপনার জন্য।
hdwwiz.cpl হার্ডওয়্যার ব্যবস্থাপনার জন্য।
appwiz.cpl সফটওয়্যার ইনস্টল ও রিমুভ করার জন্য।
control admintools অ্যাডমিনিস্ট্রেশন ব্যবস্থাপনার জন্য।
compmgmt.msc কম্পিউটারের বিভিন্ন অংশ ব্যবস্থাপনার জন্য।
control desktop ডেস্কটপ ব্যবস্থাপনার জন্য।
gpedit.msc উইন্ডোজের বিভিন্ন অপশন সক্রিয় ও নিষ্ক্রিয় করার জন্য।
logoff কম্পিউটার লগঅফ হবে।
shutdown কম্পিউটার বন্ধ হবে।

No comments :

Post a Comment

আশা করি আমাদের লেখা গুলি পড়ে আপনাদের ভালো লাগবে।আমাদের সাইটের ভুলত্রুটি ধরিয়ে দিবেন।আমাদের কে বেশি বেশি মন্তব্য করুন।আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের নিকট অনেক গুরুত্বপূর্ণ।আশা করি সাথেই থাকবেন।মন্তব্য করার জন্য ধন্যবাদ