আউটসোর্সিং কীভাবে শুরু করতে হবে, কীভাবে দক্ষতা অর্জন ও কাজ পেতে হবে, কাজ করতে হবে ও কীভাবে টাকা পাওয়া যাবে—এসব বিষয় নিয়ে প্রকাশিত হয়েছে ‘ওডেস্ক অ্যান্ড আউটসোর্সিং’ শীর্ষক বই। এটি লিখেছেন
আইসিটি কনসালট্যান্ট ও প্রভাষক মো. মিজানুর রহমান। প্রকাশ করেছে জ্ঞানকোষ প্রকাশনী। ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতে সবচেয়ে জনপ্রিয় ওডেস্ক। ওডেস্ক থেকে কাজ করে অর্থ উপার্জন করার জন্য যে বিষয়গুলো প্রয়োজন, তা হলো সম্পূর্ণ অ্যাকাউন্ট তৈরি, অ্যাকাউন্ট ভ্যারিফিকেশন, পোর্টফোলিও আপলোড, ভালো কভার লেটার লেখা, পরীক্ষা দেয়া ইত্যাদি। এসব বিষয় বইটিতে আলোচনা হয়েছে বিস্তারিতভাবে। তাছাড়া টাকা পাওয়ার জন্য দেখানো হয়েছে ভিসাকার্ড, ওয়্যার ট্রান্সফার, পেইজা ও মানি বুকারস। ২০টি ওডেস্ক পরীক্ষার প্রশ্ন ও উত্তরসহ রয়েছে বেশকিছু ওডেস্ক প্রজেক্ট। সঙ্গে ডিভিডিতে বয়েছে আউটসোর্সিং কাজগুলো। বইটির ই-বুক সংগ্রহ করা যাবে www.bookbd.info থেকে।
sotto bolte ki ami ai site ta theke onek kisu sikhte persi.thanx amn akti site ar sathe porichoy koria debar jonno
ReplyDeleteআমি ওডেক্স সম্পর্কিত বইটি ডাউনলোড করতে চাইলাম, কিন্তু ড্রপবক্স ডাউনলোড করতে বলছে। আমি কিভাবে বুঝব যে এটি ভাইরাস নয়? দয়া করে কি বইটি ডাউনলোডের পদ্ধতি বলে দেবেন?
ReplyDeleteধন্যবাদ
আরিফ
আপনি এখান থেকে ডাউনলোড করে নিন।
Deletehttp://www.mediafire.com/?7a3uurexnikkby5