কম্পিউটার (উইন্ডোজ) চালু হবার সময় বিভিন্ন সফটওয়্যার, নেটওয়ার্ক ফোল্ডার, প্রিন্টার, শেয়ার ফাইল এবং শিডিউল টাস্ক চালু হবার ফলে কম্পিউটার চালু হতে অনেক সময় লাগে| আপনি চাইলে এগুলো বাদ দিয়ে দ্রুত উইন্ডোজ চালু করতে পারেন| এজন্য-
কন্ট্রোল প্যানেল থেকে ফোল্ডার অপশন খুলুন|
এবার View ট্যাব থেকে Automatically search for network files and folders চেক বক্স আনচেক করুন|
Geviরানে গিয়ে রেজিষ্টি এডিটর খুলে
HKEY_LOCAL_MACHINE \Software\Microsoft\Windows\CurrentVersion\ Explorer\RemoteComputer\NameSpace এর D6277990 -4C6A-11CF-8D87-00AA0060F5BF নির্বাচন করে ডিলিড করে ফেলুন
No comments :
Post a Comment
আশা করি আমাদের লেখা গুলি পড়ে আপনাদের ভালো লাগবে।আমাদের সাইটের ভুলত্রুটি ধরিয়ে দিবেন।আমাদের কে বেশি বেশি মন্তব্য করুন।আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের নিকট অনেক গুরুত্বপূর্ণ।আশা করি সাথেই থাকবেন।মন্তব্য করার জন্য ধন্যবাদ