Tuesday, March 5, 2013

0 এবার কম দামে আসছে আইফোন।।

অ্যাপলের জনপ্রিয় স্মার্টফোন আইফোন এবার অপেক্ষাকৃত কম দামে বাজারে আসছে। আর স্বল্পমূল্যের এই স্মার্টফোনের নাম হতে পারে আইফোন৫এস অথবা আইফোন৬।
সম্প্রতি জানা গেছে, নতুন দুটি মডেলের আইফোন তৈরির কাজ শুরু করে দিয়েছে অ্যাপল। দুটি আইফোনের মধ্যে একটির দাম হতে পারে ৩৩০ ডলার। চকচকে দেখতে নতুন আইফোনগুলো তৈরি করা

হচ্ছে পলিকার্বনেট যৌগ দিয়ে। এর ফলে নতুন এ আইফোনটি হবে আইফোন৫-এর তুলনায় শক্ত ও মজবুত।
তথ্য অনুযায়ী, আইফোন ৫এস বাজারে ছাড়ার জন্য প্রায় প্রস্তুত। এখন দিনক্ষণ ঠিক করার অপেক্ষা। সাড়ে চার ইঞ্চির নতুন আইফোনে থাকছে ডুয়াল এলইডি ফ্লাশ। এ ছাড়া থাকতে পারে আরও উন্নত শক্তিশালী প্রসেসর, ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইত্যাদি। তবে বরাবরের মতো এবারও অ্যাপল বিস্তারিত কিছু জানায়নি।
অ্যাপলের আই সিরিজের পণ্যগুলোর কাঠামো তৈরি হয় অ্যালুমিনিয়াম ও কাচ দিয়ে। তবে ব্যতিক্রম হচ্ছে নতুন মডেলের আইফোনে। এর আগে

অবশ্য অ্যাপল স্বল্পমূল্যের ম্যাকবুকও বাজারে এনেছিল পলিকার্বনেট ব্যবহার করে। তবে পরে পণ্যটির উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। স্বল্পমূল্যের আইফোনের এমন খবরে খুশি অ্যাপলপ্রেমীরা। বাজার বিশেষজ্ঞদের মতে, অ্যাপলের এমন উদ্যোগ বাজারে অ্যাপলের স্মার্টফোনের ব্যবহার আরও বাড়াবে। এতে করে বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনেও এক ধাপ এগিয়ে যাবে অ্যাপল।

No comments :

Post a Comment

আশা করি আমাদের লেখা গুলি পড়ে আপনাদের ভালো লাগবে।আমাদের সাইটের ভুলত্রুটি ধরিয়ে দিবেন।আমাদের কে বেশি বেশি মন্তব্য করুন।আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের নিকট অনেক গুরুত্বপূর্ণ।আশা করি সাথেই থাকবেন।মন্তব্য করার জন্য ধন্যবাদ