১| প্রথমে আপনার Facebook অ্যাকাউন্ট এর Account Settings অপশন-এ যান।
২| এবার যেই পেজটি খুলবে সেখানে একেবারে নিচে দেখুন । Download Your Information নামে একটি অপশন পাবেন। তার পাশে Learn More লেখা বাটনে ক্লিক করুন।
৩| এবার যেই পেজটি খুলবে সেখানে Download লেখা বাটনে ক্লিক করুন।
৪| এরপর
আরেকটি বক্স খুলবে। সেখান থেকে আবার Download বাটনে ক্লিক করুন।
এরপর আপনার একাউন্টের ব্যাকাপ তৈরি হলে ফেসবুক থেকে আপনাকে মেইল একাউন্টে মেইল পাঠাবে। সেখান থেকে আপনি আপনার ফেসবুকের তথ্যসমূহ ব্যাকাপ করে আপনার পিসিতে রাখতে পারবেন ও ওয়েব ব্রাউজারের সাহায্যে সেগুলো অফলাইনে ব্রাউজ করতে পারবেন।
No comments :
Post a Comment
আশা করি আমাদের লেখা গুলি পড়ে আপনাদের ভালো লাগবে।আমাদের সাইটের ভুলত্রুটি ধরিয়ে দিবেন।আমাদের কে বেশি বেশি মন্তব্য করুন।আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের নিকট অনেক গুরুত্বপূর্ণ।আশা করি সাথেই থাকবেন।মন্তব্য করার জন্য ধন্যবাদ