Saturday, April 13, 2013

1 Autoplay বন্ধ করুন খুব সহজেই ।।

আস্সালামু ওয়ালাইকুম ।।
ডেক্সটপ অথবা ল্যাপটপ কম্পিউটারে পেনড্রাইভ অথবা সিডি প্রবেশ করালে তা সয়ংক্রিয়ভাবে চালু হয়ে যায় ।আর এই সয়ংক্রিয়ভাবে চালু হওয়াকেই autoplay বলে । পেনড্রাইভ বা সিডিতে ভাইরাস থাকলে  autoplay হলে তা কম্পিউটারে ছড়িয়ে পড়তে পারে এবং কম্পিউটারের ব্যাপক ক্ষতি করতে পারে । এজন্য autoplay ব্যাবস্থাটি বন্ধ থাকাই ভালো । autoplay ব্যাবস্থাটি বন্ধ রাখতে যা যা করনিয় ঃ---
কম্পিউটারের স্টার্ট মেনু থেকে রান এ যান এবং gpedit.msc লিখে enter চাপুন । তাহলে group policy খুলবে । সেখানে  Computer Configuration এ  Administrative Template এ ক্লিক করে system এ দুবার ক্লিক করুন । এবার আসবে turn of autoplay.এখানেও দুবার ক্লিক করুন ।এখন enable নির্বাচন করে turn of autoplay on এ all drive নির্বাচন করে apply করে ok করে বেরিয়ে আসুন ।তাহলেই বন্ধ হয়ে যাবে আপনার computer এর autoplay.

1 comment :

আশা করি আমাদের লেখা গুলি পড়ে আপনাদের ভালো লাগবে।আমাদের সাইটের ভুলত্রুটি ধরিয়ে দিবেন।আমাদের কে বেশি বেশি মন্তব্য করুন।আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের নিকট অনেক গুরুত্বপূর্ণ।আশা করি সাথেই থাকবেন।মন্তব্য করার জন্য ধন্যবাদ