Wednesday, April 3, 2013

4 ওডেস্ক উপার্জিত অর্থ উত্তোলন করবেন যেভাবে।

আস্সালামু ওয়ালাইকুম।
আমরা যারা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস ওডেস্ক এ কাজ করি তাদের কস্টের টাকা তুলতে খানিকটা বিড়ম্বনায় পড়তে হয়।
আমার এই পোষ্টটি আপনাদের বিড়ম্বনা থেকে কিছুটা হলেও মুক্তি দিবে।চলুন শুরু করি.....................................
ওডেস্ক ব্যাবহার কারিরা চাইলে wire transfer এর মাধ্যমে উপার্জিত অর্থ সরাসরি বাংলাদেশ এ অবস্থিত ব্যাংক আ্যাকাউন্টে স্থানান্তর করতে পারেন।এজন্য ওডেস্ক এ wire transfer আ্যাকাউন্টে যুক্ত করতে হবে।

১.আপনার ওডেস্ক আ্যাকাউন্ট  wallet ট্যাবের withdrawal methods সাব-মেনুটি নির্বাচন করুন।
২.পেইজ এর নিচের দিকে দিকে থাকা wire transfer (USD) পেমেন্ট মেথডের অন্তর্গত add wire transfer account লিংকে ক্লিক করতে হবে।
৩.add withdrawal method:wire transfer পেইজে প্রবেশ করতে হবে।এই পেইজের bank information এর অন্তর্গত bank SWIFT code এর ঘরে আপনার ব্যাংকের কোডটি টাইপ করে এবং go বাটন এ ক্লিক করতে হবে।
৪.পরবর্তি নির্দেশনা অনুসরন করতে হবে।


4 comments :

আশা করি আমাদের লেখা গুলি পড়ে আপনাদের ভালো লাগবে।আমাদের সাইটের ভুলত্রুটি ধরিয়ে দিবেন।আমাদের কে বেশি বেশি মন্তব্য করুন।আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের নিকট অনেক গুরুত্বপূর্ণ।আশা করি সাথেই থাকবেন।মন্তব্য করার জন্য ধন্যবাদ