Tuesday, November 26, 2013

2 কোন সফটওয়ার ছাড়া অ্যান্ড্রোয়েড ফোনে স্ক্রিনসর্ট নিন।

আস্সালামু ওয়ালাইকুম । আশাকরি সবাই ভাল আছেন ।

অ্যান্ড্রোয়েড এর উপর খুব সাধারন একটা টিপস দিলাম।
অনেকে হয়তো জানেন।এটা নতুনদের জন্য।

অনেকে প্রশ্ন করে থাকেন যে অ্যান্ড্রোয়েড ফোন গুলিতে কিভাবে স্ক্রিনসর্ট নিতে হয়।
আমার জানা ছিলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম।তবে হ্যা অ্যান্ড্রোয়েড জেলিবিন এবং পরবর্তি সংরক্ষনগুলিতে এব্যাবস্থা আছে।স্ক্রিনসর্ট নেওয়ার জন্য স্ক্রিন লক বাটন এবং স্ক্রিন ভলিউম ডাউন বাটন একসাথে চাপ দিয়ে ধরে রাখতে হবে।আগে পিছে করলে হবে না।আপনাদের বুঝার সুবিধার জন্যে একটা স্ক্রিন সর্ট দিয়ে দিলাম।

 


2 comments :

আশা করি আমাদের লেখা গুলি পড়ে আপনাদের ভালো লাগবে।আমাদের সাইটের ভুলত্রুটি ধরিয়ে দিবেন।আমাদের কে বেশি বেশি মন্তব্য করুন।আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের নিকট অনেক গুরুত্বপূর্ণ।আশা করি সাথেই থাকবেন।মন্তব্য করার জন্য ধন্যবাদ