Saturday, March 9, 2013

ডেলের নতুন এলইডি মনিটর


দেশের বাজারে এসেছে ডেল ব্র্যান্ডের পি২২১২এইচ মডেলের এলইডি মনিটর। ২১.৫ ইঞ্চির প্রশস্ত পর্দার এই এলইডি মনিটরটিতে রয়েছে আর্সেনিকমুক্ত গ্লাস, মার্কারিমুক্ত প্যানেল, পিভিসিমুক্ত পার্টস, যার ফলে এটি পরিবেশবান্ধব এবং মনিটরটি এনার্জি স্টার ৫.০, টিসিও ৫.০, ইপিইএটি গোল্ড রেটিং প্রভৃতি স্ট্যান্ডার্ড সমর্থিত, তাই বিদ্যুৎ সাশ্রয়ী ও খরচ বাঁচায়। মনিটরটির অপটিমাল রেজ্যুলেশন ১৯২০ বাই ১০৮০, ডায়নামিক কন্ট্রাস্ট রেশিও
২০০০০০০:১, রেসপন্স টাইম ৫ মিলি সেকেন্ড, ভিউয়িং অ্যাঙ্গেল ১৬০ ডিগ্রি/১৭০ ডিগ্রি এবং এতে ভিজিএ, ডিভিআই-ডি (এইচডিসিপি), দু’টি ইউএসবি ২.০ পোর্ট প্রভৃতি সংযোগ সুবিধা বিদ্যমান। মূল্য ১৭ হাজার টাকা।