Saturday, March 9, 2013

আসুসের কোরআই-৩ ল্যাপটপ

বিশ্বখ্যাত আসুসের কে৫৫এ মডেলের নতুন ল্যাপটপ বাংলাদেশে নিয়ে এলো গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেড। ১৫.৬ ইঞ্চি ডিসপ্লের এই ল্যাপটপটিতে রয়েছে ২.৫ গিগাহার্জ গতির ইন্টেল কোরআই-৩ প্রসেসর, ৪ জিবি র‌্যাম, ৭৫০ জিবি হার্ডডিস্ক, ডিভিডি রাইটার, বিল্ট-ইন গ্রাফিকস, গিগাবিট ল্যান, ওয়্যারলেস ল্যান, ব্লুটুথ, এইচডি অডিও, ওয়েবক্যাম, মেমোরি কার্ড রিডার, ইউএসবি ৩.০, এইচডিএমআই এবং ভিজিএ পোর্ট প্রভৃতি।

ল্যাপটপটিতে বিশেষ বৈশিষ্ট্য হিসেবে রয়েছে পাওয়ার৪ গিয়ার এবং
আইসকুল টেকনোলজি, যা শব্দহীন ও দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ দেয় এবং দীর্ঘণ ব্যবহারের পরও ল্যাপটপের কম্পোনেন্টগুলো ঠাণ্ডা রাখে। মূল্য ৪৪ হাজার ৫০০ টাকা