Saturday, March 9, 2013

স্বচ্ছ ছবির ফিলিপস মনিটর


ফিলিপস ব্র্যান্ডের পরিবেশবান্ধব এলইডি মনিটর দেশের বাজারে এনেছে কম্পিউটার সোর্স। ২১ ইঞ্চি প্রশস্ত পর্দার এই মনিটরের কন্ট্রাস্ট অনুপাত ২০০০০০০০:১। নান্দনিক ডিজাইন, ঝকঝকে ছবি আর স্পষ্ট শব্দের ২২৭E3LHSU মডেলের ফুল এইচডি মনিটরটির রেজুলেশন ১৯২০/১০৮০ এবং ভিউ অ্যাঙ্গেল ১৭৬/১৭০। এতে রয়েছে ১.৫ ওয়াটের দুইটি বিল্ট ইন
স্পিকার। এর টাচ কন্ট্রোল মেনু বাটনে স্পর্শ করার দুই সেকেন্ডের মধ্যেই পর্দায় ভেসে ওঠে প্রাণবন্ত ছবি। মনিটরটি এইচডিএমআই, ডিভিআই এবং ভিজিএসহ প্রচলিত সব ধরনের পোর্টই সমর্থন করে। রয়েছে তিন বছরের বিক্রয়োত্তর সেবা। মূল্য ১৪ হাজার ৫০০ টাকা।