অনলাইনে আউটসোর্সিং করার জন্য রয়েছে বেশ কয়েকটি সাইট। এর
মধ্যে অত্যন্ত জনপ্রিয় একটি মার্কেটপ্লেস ওডেস্ক ডটকম। কিন্তু ওডেস্কে কীভাবে কাজ শুরু করতে হয় এটা হয়তো অনেকেরই জানা নেই। এর জন্য
— প্রথমে www.odesk.com-এ গিয়ে একটি অ্যাকাউন্ট খুলতে হবে, যা বিনামূল্যে করা যাবে। শুধু লগইন করে অ্যাকাউন্ট খোলার ধাপগুলো পর্যায়ক্রমে পূরণ করুন।
—আপনার অ্যাকাউন্ট তৈরি হওয়ার পর যে কাজটি মনোযোগের সঙ্গে করতে হবে তা হচ্ছে নিজের একটা সুন্দর বায়োডাটা বা রেজ্যুমে তৈরি করা। প্রধানত এই পেজটিই আপনার ভবিষ্যত্ ‘বস’ দেখতে পারবে, এর ওপর নির্ভর করেই আপনি কাজ পাবেন। আপনাকে বোঝাতে হবে, আপনি দক্ষ তবে বড় আকারের যেন না হয়। বানান ও ব্যাকরণের দিকে খেয়াল রাখবেন।

—ওডেস্কে অনলাইনে পরীক্ষা দিতে হয়, সেটিতে অংশগ্রহণ করুন। এর মাধ্যমে আপনার
 ব্যবসায়ী অংশীদারদের অভিজ্ঞতা ও একটি সফটওয়্যার প্রোগ্রাম সম্পর্কে কতটুকু
 বোঝেন তা বোঝাতে পারবেন। সময় নিয়ে ভালোভাবে এ পরীক্ষাটি দিন, এর নম্বর 
আপনার প্রোফাইল পেজে দেখানো হবে, যা সারাবিশ্ব দেখতে পারবে। তাই আগে থেকে 
ভালোভাবে পড়ুন।
—পেশাদারি প্রোফাইল তৈরির পর একটি ছবি আপলোড করুন। কোনো অবতার বা অ্যানিমেটেড ছবি ব্যবহার করবেন না। একটি হাস্যোজ্জ্বল মুখের ছবিই আপনাকে অনেকটা এগিয়ে দেবে।
—ওডেস্কে আপনি পারিশ্রমিক ঘণ্টা হিসেবে ধার্য করতে পারেন। এর কিছু অংশ ওডেস্ক নিজের জন্য কেটে নেবে। শুরুতে পারিশ্রমিক কম চাইবেন। মনে রাখতে হবে, আপনি পৃথিবীর সঙ্গে প্রতিযোগিতা করছেন। কম পারিশ্রমিক দিয়ে শুরু করে আপনার অভিজ্ঞতা বাড়াতে থাকুন।
—এবার কাজ খোঁজার ও আবেদনের জন্য ঝাঁপিয়ে পড়ুন। আপনি যেসব বিষয় নিয়ে কাজ করতে আগ্রহী বোধ করবেন, সেসব কাজের তালিকা অনুসন্ধান করুন। বিবরণ পড়ুন, কি তাদের প্রয়োজন সেগুলো দেখুন, দেখে আগ্রহী হলে আবেদন করুন।
—যত বেশি সম্ভব কাজের জন্য আবেদন করুন। কোনো কোনোটার জন্য কে সাক্ষাত্কার দিতে হতে পারে। আবার কিছু কিছু থেকে কোনো জবাব নাও পেতে পারেন, এগুলোর মেয়াদ সাধারণত ৩০ দিনের মধ্যেই শেষ হয়ে যায়। অনেক নতুন কাজের পোস্টিং থেকে একটা না একটা খুঁজে পাবেন, ধৈর্য ধরুন।
—মনে করুন, প্রথম কাজটি পেয়ে গিয়েছেন! যতটা পারেন ভালো করেই কাজটি সম্পন্ন করুন! ‘ওডেস্ক’ ফিডব্যাক পদ্ধতি ব্যবহার করে। তাই খুব ভালো ফিডব্যাক পাওয়ার জন্য প্রস্তুত করবেন। অ্যাকাউন্টে যত বেশি ভালো ফিডব্যাক যুক্ত ততধিক কাজ পাবেন।
—আপনার টাকা ওঠাতে নির্ধারিত ব্যাংকে চলে যান। এবার সাফল্যের সঙ্গে নিজেকে একজন ফ্রিল্যান্সার হিসেবে প্রচার করতে পারবেন।

মধ্যে অত্যন্ত জনপ্রিয় একটি মার্কেটপ্লেস ওডেস্ক ডটকম। কিন্তু ওডেস্কে কীভাবে কাজ শুরু করতে হয় এটা হয়তো অনেকেরই জানা নেই। এর জন্য
— প্রথমে www.odesk.com-এ গিয়ে একটি অ্যাকাউন্ট খুলতে হবে, যা বিনামূল্যে করা যাবে। শুধু লগইন করে অ্যাকাউন্ট খোলার ধাপগুলো পর্যায়ক্রমে পূরণ করুন।
—আপনার অ্যাকাউন্ট তৈরি হওয়ার পর যে কাজটি মনোযোগের সঙ্গে করতে হবে তা হচ্ছে নিজের একটা সুন্দর বায়োডাটা বা রেজ্যুমে তৈরি করা। প্রধানত এই পেজটিই আপনার ভবিষ্যত্ ‘বস’ দেখতে পারবে, এর ওপর নির্ভর করেই আপনি কাজ পাবেন। আপনাকে বোঝাতে হবে, আপনি দক্ষ তবে বড় আকারের যেন না হয়। বানান ও ব্যাকরণের দিকে খেয়াল রাখবেন।
—পেশাদারি প্রোফাইল তৈরির পর একটি ছবি আপলোড করুন। কোনো অবতার বা অ্যানিমেটেড ছবি ব্যবহার করবেন না। একটি হাস্যোজ্জ্বল মুখের ছবিই আপনাকে অনেকটা এগিয়ে দেবে।
—ওডেস্কে আপনি পারিশ্রমিক ঘণ্টা হিসেবে ধার্য করতে পারেন। এর কিছু অংশ ওডেস্ক নিজের জন্য কেটে নেবে। শুরুতে পারিশ্রমিক কম চাইবেন। মনে রাখতে হবে, আপনি পৃথিবীর সঙ্গে প্রতিযোগিতা করছেন। কম পারিশ্রমিক দিয়ে শুরু করে আপনার অভিজ্ঞতা বাড়াতে থাকুন।
—এবার কাজ খোঁজার ও আবেদনের জন্য ঝাঁপিয়ে পড়ুন। আপনি যেসব বিষয় নিয়ে কাজ করতে আগ্রহী বোধ করবেন, সেসব কাজের তালিকা অনুসন্ধান করুন। বিবরণ পড়ুন, কি তাদের প্রয়োজন সেগুলো দেখুন, দেখে আগ্রহী হলে আবেদন করুন।
—যত বেশি সম্ভব কাজের জন্য আবেদন করুন। কোনো কোনোটার জন্য কে সাক্ষাত্কার দিতে হতে পারে। আবার কিছু কিছু থেকে কোনো জবাব নাও পেতে পারেন, এগুলোর মেয়াদ সাধারণত ৩০ দিনের মধ্যেই শেষ হয়ে যায়। অনেক নতুন কাজের পোস্টিং থেকে একটা না একটা খুঁজে পাবেন, ধৈর্য ধরুন।
—মনে করুন, প্রথম কাজটি পেয়ে গিয়েছেন! যতটা পারেন ভালো করেই কাজটি সম্পন্ন করুন! ‘ওডেস্ক’ ফিডব্যাক পদ্ধতি ব্যবহার করে। তাই খুব ভালো ফিডব্যাক পাওয়ার জন্য প্রস্তুত করবেন। অ্যাকাউন্টে যত বেশি ভালো ফিডব্যাক যুক্ত ততধিক কাজ পাবেন।
—আপনার টাকা ওঠাতে নির্ধারিত ব্যাংকে চলে যান। এবার সাফল্যের সঙ্গে নিজেকে একজন ফ্রিল্যান্সার হিসেবে প্রচার করতে পারবেন।
