Monday, March 4, 2013

0 Facebook এ বিরক্তিকর নোটিফিকেশন সাউন্ড বন্ধ করুন

বর্তমানে জনপ্রিয় সামাজিক নেটওয়ার্কিং সাইট facebook তাঁদের সামাজিক নেটওয়ার্কিং সাইটে বেশ কিছু পরিবর্তন নিয়ে এসেছে। যেমন- আপনার কোন বন্ধু বা কেউ আপনার ফেসবুক স্ট্যাটাসে কমেন্টস করলে নোটিফিকেশন সাউন্ড করছে যা অনেকের কাছে বিরক্তির উদ্বেগ সৃষ্টি করছে। আমরা ইচ্ছে করলে এ নোটিফিকেশন সাউন্ড খুব সহজে বন্ধ রাখতে
পারি। নীচের ধাপ অনুযায়ী আপনি ফেসবুক কমেন্ট নোটিফিকেশন সাউন্ড বন্ধ রাখতে পারেন।
Home>Account Setting>Notifications>ON Facebook>View>Play Sound এর টিক মার্কটি তুলে দিয়ে দেখুন আপনার ফেসবুক স্ট্যাটাসে কেউ কমেন্টস করলে নোটিফিকেশন সাউন্ড করছে না।

আমাকে ফেইসবুকে পেতে

No comments :

Post a Comment

আশা করি আমাদের লেখা গুলি পড়ে আপনাদের ভালো লাগবে।আমাদের সাইটের ভুলত্রুটি ধরিয়ে দিবেন।আমাদের কে বেশি বেশি মন্তব্য করুন।আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের নিকট অনেক গুরুত্বপূর্ণ।আশা করি সাথেই থাকবেন।মন্তব্য করার জন্য ধন্যবাদ