Thursday, March 7, 2013

ফেসবুকে অর্থ লেনদেন করার নিয়ম

আইডি খুলবেন যেভাবে
ফেসবুক থেকে অর্থ আদান-প্রদান করতে হলে প্রথমেই ফেসবুক আইডিতে লগইন করতে হবে। এবার https://azimo.com/en/6zw3us28z1 ঠিকানায় গিয়ে ফেসবুক লোগোযুক্ত আইকনে ক্লিক করতে হবে। নতুন একটি উইন্ডো আসবে। এখানে অ্যাজিমোর সঙ্গে ফেসবুকের তথ্য শেয়ার করার জন্য অনুমতি চাইবে। Go to App এ ক্লিক করে Skip এ ক্লিক করতে

হবে। এবার অ্যাজিমোতে আপনার তথ্যযুক্ত একটি নিবন্ধন ফরম সরাসরি চলে আসবে। ফরমটির Contact Details এ আপনার সচল একটি মোবাইল নম্বর প্রবেশ করাতে হবে। Address Details এ আপনার ঠিকানা, পোস্টাল কোড, শহরের নাম সঠিকভাবে প্রবেশ করিয়ে সবশেষে Save এ ক্লিক করুন। ব্যস,
আপনার নামে একটি Affiliate Program ”Get Money from your Website” অ্যাজিমো অ্যাকাউন্ট
] Marketing 4 Campaign তৈরি হয়ে যাবে।
টাকা উঠাবেন যেভাবে :
আপনার আইডিতে কেউ টাকা পাঠালে তিনটি পদ্ধতিতে উত্তোলন করা যাবে। সরাসরি ক্যাশ আকারে, মোবাইল টপ-আপ এবং সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমা_ এ তিনটি আলাদা অপশন রয়েছে। আগে থেকেই সেটিং করে রাখার জন্য প্রথমেই ওপরের মেন্যু থেকে দ্বিতীয় আইকন Profiles-এ ক্লিক করতে হবে। আপনার প্রোফাইল ছবির নিচে Disable, Edit এবং Delete এ তিনটির মধ্যে Edit--এ ক্লিক করতে হবে। নতুন উইন্ডোতে Delivery Method নামের একটি অপশন দেখা যাবে। এখানে Cash Pick Up, Mobile Top Up এবং Direct to Bank Account অপশন পাওয়া যাবে।