আইডি খুলবেন যেভাবে
ফেসবুক থেকে অর্থ আদান-প্রদান করতে হলে প্রথমেই ফেসবুক আইডিতে লগইন করতে হবে। এবার https://azimo.com/en/6zw3us28z1 ঠিকানায় গিয়ে ফেসবুক লোগোযুক্ত আইকনে ক্লিক করতে হবে। নতুন একটি উইন্ডো আসবে। এখানে অ্যাজিমোর সঙ্গে ফেসবুকের তথ্য শেয়ার করার জন্য অনুমতি চাইবে। Go to App এ ক্লিক করে Skip এ ক্লিক করতে
হবে। এবার অ্যাজিমোতে আপনার তথ্যযুক্ত একটি নিবন্ধন ফরম সরাসরি চলে আসবে। ফরমটির Contact Details এ আপনার সচল একটি মোবাইল নম্বর প্রবেশ করাতে হবে। Address Details এ আপনার ঠিকানা, পোস্টাল কোড, শহরের নাম সঠিকভাবে প্রবেশ করিয়ে সবশেষে Save এ ক্লিক করুন। ব্যস,
আপনার নামে একটি
অ্যাজিমো অ্যাকাউন্ট 
]
তৈরি হয়ে যাবে।
টাকা উঠাবেন যেভাবে :
আপনার আইডিতে কেউ টাকা পাঠালে তিনটি পদ্ধতিতে উত্তোলন করা যাবে। সরাসরি ক্যাশ আকারে, মোবাইল টপ-আপ এবং সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমা_ এ তিনটি আলাদা অপশন রয়েছে। আগে থেকেই সেটিং করে রাখার জন্য প্রথমেই ওপরের মেন্যু থেকে দ্বিতীয় আইকন Profiles-এ ক্লিক করতে হবে। আপনার প্রোফাইল ছবির নিচে Disable, Edit এবং Delete এ তিনটির মধ্যে Edit--এ ক্লিক করতে হবে। নতুন উইন্ডোতে Delivery Method নামের একটি অপশন দেখা যাবে। এখানে Cash Pick Up, Mobile Top Up এবং Direct to Bank Account অপশন পাওয়া যাবে।
ফেসবুক থেকে অর্থ আদান-প্রদান করতে হলে প্রথমেই ফেসবুক আইডিতে লগইন করতে হবে। এবার https://azimo.com/en/6zw3us28z1 ঠিকানায় গিয়ে ফেসবুক লোগোযুক্ত আইকনে ক্লিক করতে হবে। নতুন একটি উইন্ডো আসবে। এখানে অ্যাজিমোর সঙ্গে ফেসবুকের তথ্য শেয়ার করার জন্য অনুমতি চাইবে। Go to App এ ক্লিক করে Skip এ ক্লিক করতে
হবে। এবার অ্যাজিমোতে আপনার তথ্যযুক্ত একটি নিবন্ধন ফরম সরাসরি চলে আসবে। ফরমটির Contact Details এ আপনার সচল একটি মোবাইল নম্বর প্রবেশ করাতে হবে। Address Details এ আপনার ঠিকানা, পোস্টাল কোড, শহরের নাম সঠিকভাবে প্রবেশ করিয়ে সবশেষে Save এ ক্লিক করুন। ব্যস,
আপনার নামে একটি
]
টাকা উঠাবেন যেভাবে :
আপনার আইডিতে কেউ টাকা পাঠালে তিনটি পদ্ধতিতে উত্তোলন করা যাবে। সরাসরি ক্যাশ আকারে, মোবাইল টপ-আপ এবং সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমা_ এ তিনটি আলাদা অপশন রয়েছে। আগে থেকেই সেটিং করে রাখার জন্য প্রথমেই ওপরের মেন্যু থেকে দ্বিতীয় আইকন Profiles-এ ক্লিক করতে হবে। আপনার প্রোফাইল ছবির নিচে Disable, Edit এবং Delete এ তিনটির মধ্যে Edit--এ ক্লিক করতে হবে। নতুন উইন্ডোতে Delivery Method নামের একটি অপশন দেখা যাবে। এখানে Cash Pick Up, Mobile Top Up এবং Direct to Bank Account অপশন পাওয়া যাবে।