Friday, March 8, 2013

5 আপনার blogspot সাইটে যোগ করুন 3d visitors counter

আস্সালামু ওয়ালাইকুম।আশাকরি সবাই ভাল আছেন?
আজ আপনাদের সা্থে শেয়ার করবো কিভাবে আপনার সাইটে থ্রিডি ভিজিটর কাউন্টার যোগ করবেন।যা দিয়ে আপনি দেখতে পাবেন আপনার  সাইটে কতজন ভিজিটর আছে।তো চলুন শুরু করা যাকঃ----
প্রথমে আপনার ব্লগার সাইটের ড্যাসবোর্ডে যান।এর পর সেখান থেকে Layout > Add a Gadget > HTML/ JavaScript > Content Box এ নিচের কোডটি কপি পেস্ট করুন > Save করুন।

<script type=”text/javascript” src=”http://jk.revolvermaps.com/r.js”>
</script><script type=”text/javascript”>rm_f1st(’0′,’220′,’true’,
‘false’,’000000′,’a2tcw3ar17p’,’true’,’ff0000′);</script><noscript>
<applet codebase=”http://rk.revolvermaps.com/j” code=”core.RE”
width=”220″height=”220″ archive=”g.jar”><param name=”cabbase”
value=”g.cab” /><param name=”r” value=”true” /><param name=”n”
value=”false” /><param name=”i” value=”a2tcw3ar17p” /><param
name=”m” value=”0″ /><param name=”s” value=”220″ /><param name=”c”
value=”ff0000″ /><param name=”v” value=”true” /><param name=”b”
value=”000000″ /><param name=”rfc” value=”true” /></applet></noscript>

সবাইকে পোষ্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
মন্তব্য প্রকাশ করুন 

5 comments :

  1. ভাল লাগল । widget টা সুন্দর । আমার ব্লগে ঘুরে আসতে পারেন । প্রযুক্তির মেলা । http://projuktirmela.blogspot.com .

    ReplyDelete
    Replies
    1. আপনার ব্লগ সাইটটাও বেশ ভালো লেগেছে।ধন্যবাদ

      Delete
  2. কাজ করে না ত

    ReplyDelete
  3. আমার একটি প্রশ্ন এখানে নামহীন এবং নাম/url এ অপশন টি কিভাবে যুক্ত করেছেন?

    ReplyDelete
  4. পেরেছি।ধন্যবাদ লাগবে না।শুধু গেজেট এর কোডটা দেখুন প্লিজ।এটকে কাজ করাতে পারছি না।

    ReplyDelete

আশা করি আমাদের লেখা গুলি পড়ে আপনাদের ভালো লাগবে।আমাদের সাইটের ভুলত্রুটি ধরিয়ে দিবেন।আমাদের কে বেশি বেশি মন্তব্য করুন।আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের নিকট অনেক গুরুত্বপূর্ণ।আশা করি সাথেই থাকবেন।মন্তব্য করার জন্য ধন্যবাদ