Tuesday, April 16, 2013

2 Google search বিষয়ে ছোট্ট একটা টিপস (আপনার কাজে লাগতে পারে)।

আস্সালামু ওয়ালাইকুম।
যেকোন সাইটে google search থাকে । আবার অনেকে তাদের সাইটে এই সুবিধাটি চালু রাখে না। এবং আমরা সবাই কম বেশি এই সার্চ বক্সের মাধ্যমে নির্দিষ্ট কোন বিষয়ের উপর সার্চ দিয়ে থাকি।আর যখন কোন সাইটে সার্চ বক্স থাকে না বা রাখে না তখন পড়তে হয় বিপাকে।ধরুন আপনি ফেইসবুক বিষয়ে সার্চ দিবেন ।এবং তা ঐ সাইটের কেউ  এই ফেইসবুক বিষয়টি লিখেছেন।এখন যদি সার্চ বক্স না থাকে তবে তো ঝামেলা।আর এই ঝামেলা থেকে মুক্তি দিতে পারে আজকের এ্ই ক্ষুদ্র লেখাটি।
এখন নির্দিষ্ট কোন ওয়েব সাইটে কোন কিছু খুজতে গুগল সার্চের সাহায্য নিতে Google search এ গিয়ে আপনার কাঙ্কিত শব্দ লেখার পর Site: লিখে ওয়েব সাইটের নাম লিখে দিতে হবে।
উদাহরণঃ-যেমন আপনি বিবিসিতে বাংলাদেশের কোন কিছু খুজতে চাইলে লিখতে হবে 'Bangladesh'Site:http://www.bbc.co.uk
তাহলে আপনার কাঙ্কিত সার্চটি চলে আসবে।

2 comments :

  1. কাজে লাগবে ভাই ।

    ReplyDelete
  2. এতো সাধারন টিপস আশা করি না।

    ReplyDelete

আশা করি আমাদের লেখা গুলি পড়ে আপনাদের ভালো লাগবে।আমাদের সাইটের ভুলত্রুটি ধরিয়ে দিবেন।আমাদের কে বেশি বেশি মন্তব্য করুন।আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের নিকট অনেক গুরুত্বপূর্ণ।আশা করি সাথেই থাকবেন।মন্তব্য করার জন্য ধন্যবাদ