আস্সালামু ওয়ালাইকুম।
আশাকরি সবাই ভাল আছেন।আপনাদের দোয়ায় অনেক ভাল আছি।
আমি সম্প্রতি মালটিমিডিয়া কোর্স এ ভর্তি হয়েছি আমার জন্য সবাই দোয়া করবেন।যেন আপনাদের সামনে ভাল কিছু শেয়ার করতে পারি।যাইহোক আজ আপনাদের দেখাবো কিভাবে ফটোশপের মাধ্যমে সুন্দর সুন্দর সব টেস্কট তৈরি করা যায়।আমরা অনেক বড় বড় সাইটে দেখে থাকি অসাধারন সব ইফেক্ট।এগুলো যারা তৈরি করেন তারা অনেক অভিঙ্গ।আমি তাদের তুলনায় একটা বাচ্চা ছেলে বললেই চলে ।আমি যেটা আজ দেখাব তা অতি সহজ।এজন্য আপনাকে অবশ্যই ফটোশপ সি এস ৬ ভর্সনটি ব্যাবহার করতে হবে।অন্য কোন ভর্সন এ হবে কি না আমি জানি না।চাইলে আপনারা চেষ্টা করে দেখতে পারেন।
চলুন তাহলে শুরু করা যাক এখনইঃ------
প্রথমে আপনার কম্পিউটারের স্টার্ট মেনু থেকে ফটোশপ ওপেন করুন।
এখন ctrl+n চেপে / মেনুবার থেকে File > New কমান্ড দিয়ে যে কোন মাপের একটি পেজ নিন।
তাহলে নিচের মত একটি সাদা পেজ ওপেন হবে।
আশাকরি সবাই ভাল আছেন।আপনাদের দোয়ায় অনেক ভাল আছি।
আমি সম্প্রতি মালটিমিডিয়া কোর্স এ ভর্তি হয়েছি আমার জন্য সবাই দোয়া করবেন।যেন আপনাদের সামনে ভাল কিছু শেয়ার করতে পারি।যাইহোক আজ আপনাদের দেখাবো কিভাবে ফটোশপের মাধ্যমে সুন্দর সুন্দর সব টেস্কট তৈরি করা যায়।আমরা অনেক বড় বড় সাইটে দেখে থাকি অসাধারন সব ইফেক্ট।এগুলো যারা তৈরি করেন তারা অনেক অভিঙ্গ।আমি তাদের তুলনায় একটা বাচ্চা ছেলে বললেই চলে ।আমি যেটা আজ দেখাব তা অতি সহজ।এজন্য আপনাকে অবশ্যই ফটোশপ সি এস ৬ ভর্সনটি ব্যাবহার করতে হবে।অন্য কোন ভর্সন এ হবে কি না আমি জানি না।চাইলে আপনারা চেষ্টা করে দেখতে পারেন।
চলুন তাহলে শুরু করা যাক এখনইঃ------
প্রথমে আপনার কম্পিউটারের স্টার্ট মেনু থেকে ফটোশপ ওপেন করুন।
এখন ctrl+n চেপে / মেনুবার থেকে File > New কমান্ড দিয়ে যে কোন মাপের একটি পেজ নিন।
তাহলে নিচের মত একটি সাদা পেজ ওপেন হবে।
এখন বাম দিকের টুল মেনু থেকে horizonal type tool টিতে ক্লিক করুন।নিচে দেখুন।
এখন সাদা পেইজটির উপরে একটা ক্লিক করে আপনার ইচ্ছে মতো যেকোন কিছু লিখুন।বাংলায় অথবা ইংরেজিতে।
নিচের চিত্রে দেখুন আমি লিখেছি।আমার সাইটের নাম
এবার লেখাটি ctrl+a টেপে ব্লক করুন।বসিলেক্ট হবার পরে কেমন দেখাবে নিচে দেখুন
একন উপরের মেনুবার থকে windows এ যান।এবং style নামের এই অপশনটিতে টিক মার্ক দিন।নিচের চিত্রে দেখুন
এখন ডানদিকে দেখুন নিচের মতো একটি চিত্র এসছে।
এখানেআপনি অনেকগুলো ইফেক্ট পাবেন।আপনার যে ইফেক্টটা ভাল লাগে সেই ইফেক্টাটতে ক্লিক করুন। দেখুন বিভিন্ন ধরনের লেখা পরিবর্তিত হচ্ছে।
আমি নিচে চিত্রে দেখিয়ে দিলাম।
আমি উপরের ইফেক্ট দিয়ে নিচের কয়েকটি লেখা তৈরি করেছি।
ধন্যবাদ সবাইকে।কোন সমস্যা হলে আমাকে অবশ্যই জানাবেন।
আর হ্যা ভাল লাগলে জানাতে ভুলবেন না।
No comments :
Post a Comment
আশা করি আমাদের লেখা গুলি পড়ে আপনাদের ভালো লাগবে।আমাদের সাইটের ভুলত্রুটি ধরিয়ে দিবেন।আমাদের কে বেশি বেশি মন্তব্য করুন।আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের নিকট অনেক গুরুত্বপূর্ণ।আশা করি সাথেই থাকবেন।মন্তব্য করার জন্য ধন্যবাদ